হিম কুহেলীর নিচল
মাহফুজা আক্তার এম.এ.কে

তোর ফোঁটা ফোঁটা
ওই নয়নের জল,
ঠিক যেনো পাহাড়ী
ঝর্ণার শীতল ঢল!

তোর ওই মায়বী
কপোলের টোল,
বারে বারে জাগায়
হিম কুহেলীর নিচল!

তোর খুশির ঝলক
ভাসে চোখের কোণে,
যেনো বাহারি পুষ্পে
পাঠায় নীল আমন্ত্রণ!

০৫-০২-২৪ইং