ভোরের ট্রেন ধরে
মাহফুজা আক্তার এম.এ.কে
চলো ভোরের ট্রেন ধরে
নিরুদ্দেশে যাত্রা করি,
চলো প্রকৃতির কোলে
মাথা রেখে আশ্রয় গড়ি...!
চলো নয়নের তৃষ্ণা খুঁজি
চির সবুজ পল্লবের নীড়ে,
চলো বিলিন হয়ে যাই
ভুবন থেকে ধীরে ধীরে...!
চলো বৃষ্টিস্নাত প্রকৃতিতে
প্রাণবন্ত দীর্ঘশ্বাস ফেলি,
চলো অযুগ্ন গাংচিল হয়ে
সমুদ্রের বুকে ডানা মেলি...!
২৭-০৫-২৪ইং