ভোরের প্রজাপতি
মাহফুজা আক্তার এম.এ.কে
তোমায় বুক পকেটে রেখেছি
আলতো করে স্নিগ্ধ পরশে,
তুমি ভোরের প্রজাপতি হয়ে
নরম শিশির ছূঁয়ে থেকো বসে...!
তোমায় সন্ধ্যা তারা ভেবেছি
অস্তরাগের পর মুখোমুখি বসে,
শত যুগ পার করবো আলাপনে
তাই প্রহর গুনছি ভীষণ আপোষে...!
তুমি চাইলেই দক্ষিণা পবন হয়ে
ইট পাথরের ওই নগর পেরিয়ে,
এসে যেতেই পারো এক বিকেলে
মহাসাগরে শ্বাস নিবো প্রাণ ভরিয়ে...!
২৭-০৭-২৪ইং