যুগের কথারা দোলে
মাহফুজা আক্তার এম.এ.কে
নয়ন জলে আগুন জ্বলে
তিক্ত ধোঁয়া ফোয়ারা তোলে,
প্রণিধানের শেষ সীমায়
শত যুগের কথারা দোলে !
ধীর ডুবুরী ঝিনুক খোঁজে
দূর পাথারে অনড় হয়ে,
পাবে না কিছু শুধু গ্রস্ত
সব যাতনা কুড়িয়ে লয়ে !
শাখে মুকুল চির সতেজ
অল্পক্ষণে ভূতলে ছাই,
ঠিক যেমন ঝর্ণা ধারা
পাহাড় ছেড়ে গগনে ঠাঁই !
(মাত্রাবৃত্ত ৫৫৫৫)
২২-০৩-২২ইং