ভারী দীর্ঘশ্বাস সাধে
মাহফুজা আক্তার এম.এ.কে

কতটা তৃষ্ণা থাকলে
বিতৃষ্ণা জাগে,
কতটা ইচ্ছা থাকলে
অনিচ্ছা সাজে....!

কতটা সাধনা থাকলে
অনিহা বাসা বাঁধে,
কতটা অপূর্ণতা থাকলে
ভারী দীর্ঘশ্বাস সাধে...!

২৫-০৮-২৪ইং