ভাবনার দেয়ালে
মাহফুজা আক্তার এম.এ.কে

যখন ঝুম বৃষ্টির সাথে
অলিন্দে ফুটিলো প্রসূন,
তখন ভাবনার দেয়ালে
উঁকি দিলো নব কম্পন...!

এ যেনো ঝড় হয়ে আসা
ধ্বংস স্তুপে নূরের আলো,
যার প্রদীপে মহা ধ্যানে মগ্ন
সন্ন্যাসী সতৃষ্ণা জ্বালালো...!

১১-০৭-২৪ইং