কল্পরাজ্য
মাহফুজা আক্তার এম.এ.কে

এই চাঁদে মোড়ানো রাতে
ওই হাত দাও আমার হাতে,
এই জোনাকি জ্বলা শীতে
হাত বাড়িয়েছি সঙ্গে নিতে ।

এই অচেনা সুরের গিটারে
হিয়া মেতেছে বেশ আহারে,
ওই কুয়াশার চাদর পরে
এসো কল্পরাজ্যে চিরতরে ।

১৫-১১-২১ইং