অসুরে সুরের ধ্বনি
মাহফুজা আক্তার এম.এ.কে
কেনো শান্ত চিত্তে জাগিয়া প্রণয়
হিয়ার উৎস হতে হারিয়ে গেলে,
কেনো অসুরে সুরের ধ্বনি তুলিয়া
ধ্রুব রথে ঠাঁই নিয়ে অসীমে গেলে!
নিশ্চুপ শব্দহীনে বিবশ করিয়া
তুমি নিবেদন জানিয়েছিলে গগণে,
অনাদিকাল অপলকে মুগ্ধতা নিয়ে
তোমায় দেখিতে চেয়েছিলাম আনমনে!
কত যে বেনামি চিঠি হাওয়ায় ভাসিয়ে
তোমার সুশ্রী মনঞ্জিলে পাঠিয়েছিলাম,
কেনোই বা তুমি উত্তরহীনে ডুবালে
অথচ কাতর হয়ে প্রতিক্ষায় ছিলাম!
১৮-০৪-২৪ইং