তুমি তো সেই জন
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি তো সেই জন
তোমায় লাগলো ভালো,
সেই তুমি আমাতে এসে
হিয়ায় জ্বালালে আলো!
তুমি তো সেই জন
তোমার কথা অমৃত সুর,
চোখের আড়াল হলেই
ব্যগ্রতায় ভাসি অচীনপুর!
তুমি তো সেই জন
তোমাকে চাই প্রতিমূর্হুতে,
তোমার দর্শন পেতেই
পাড়ি জমাই সুদূর হতে!
১০/১০/২৪ইং