তুমি পাথর ছুঁড়তেই পারো
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি পাথর ছুঁড়তেই পারো
আমার জন্য কোনো ব্যাপার না,
আমি সমুদ্রের তীরে পাথর কুড়াচ্ছি
সেই কবে থেকে তুমি তো জানোই না...!

আমার কুড়ানো পাথর সমাবেশে
তোমার দেওয়া পাথর গুলো দিয়ে,
ভাবছি একটি সাম্রাজ্য তৈরি করবো
আর পাথরের সাথেই চলবো মানিয়ে...!

তুমি বেশ ভালোই করেছো
তোমার দেওয়া পাথর অভিনব ছিল,
তাই আমার সাম্রাজ্য পরিপূর্ণ করতে
আমায় হিয়া তোমায় সাদরে মেনে নিল...!

০৪-০৬-২৪ইং