তুমি নক্ষত্র নও তুমি তো ধ্রুপদী
মাহফুজা আক্তার এম.এ.কে
যদি প্রতিধ্বনি পেয়েও নিশ্চুপ রও
তবে তুমি নক্ষত্র নও তুমি তো ধ্রুপদী ,
বুঝাতে না পেরে শ্বাসরূদ্ধতার রব
আমি নিপাত ডেকে হলাম গহীন নদী...!
তবে ধ্রুপদী তুমি আড়ালে থেকো
আর কখনো স্বচক্ষে না হোক দেখা,
আমি না হয় বাকরূদ্ধ হয়ে চিরদিন
নিরালোকে আঁকবো পরিসমাপ্তি রেখা...!
ভবে আকাশ নামক নিগূঢ় কাব্যে
সমীরণে মিশিয়ে বিবশ হৃদস্পন্দন,
রোজ পাঠানো অব্যক্ত ধ্বনির সুরে
মেঘের বৃষ্টি হয়ে রাখবো তোমার মান...!
২৪-০৯-২৪ইং