তুমি কভু বুঝলে না
মাহফুজা আক্তার এম.এ.কে

এমন করে বিঁধলে কাঁটা
অবুঝ পাঁজরের নীড়ে,
কেমন করে থাকবো বলো
তুমিহীন জীবনের তীরে!

কত সাধনা ছিল তোমাতে
তুমি কভু বুঝলে না,
এই নিবেদিত প্রাণ ঝরলো
তবুও তুমি বুঝলে না!

০৮/১১/২৪ইং