তুমি কী ভাবো
মাহফুজা আক্তার এম.এ.কে

আচ্ছা তোমার কী
আমাকে মনে পড়ে,
তোমার কভু জ্বর হলে
আমাকে কী মনে ধরে...!

জ্যোৎস্না রাতে কখনো
আমাকে তুমি কী ভাবো,
কখনো কী তুমি চেয়েছিলে
আমি তোমাতে ফিরে যাবো...!

এই প্রায় এক যুগ হলো
তোমার সাথে কথা বলিনি,
আমার সাথে কথা বলতে
তোমার কী কভু ইচ্ছা হয়নি...!

১৭-০৯-২৪ইং