তুমি কেনো বিষণ্ণ
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি কেনো বিষণ্ণ
কী এতো ভাবছো,
দেখো প্রকৃতি পানে
চেয়ে আছে দেখছো!

যদি তুমি বিষণ্ণ থাকো
চির সবুজ কীভাবে আর,
ভালো থাকবে তুমি বলো
তুমি একনিষ্ট অংশ তার!

দেখো নিশীথ ওই চাঁদের পানে
চেয়ে আছে জ্যোৎস্না বিলাতে,
দেখো নক্ষত্ররাজি ডুবে আছে
তোমার সাথে অসীমে হারাতে!

তুমি জেগে উঠো আবার
ভোরের রবির কিরণ হয়ে,
দেখবে ধরণী নতুন লাগবে
বিষণ্ণ ধীরে ধীরে যাবে ক্ষয়ে!

২২/১০/২৪ইং