তুমি দুরত্ব চাইলে
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি দুরত্ব চাইলে
আমি আকাশ হলাম,
তুমি বৃষ্টি চাইলে
আমি মেঘ হলাম...!

তুমি সমুদ্র চাইলে
আমি তরঙ্গ হলাম,
তুমি ঝর্ণা চাইলে
আমি পাহাড় হলাম...!

তুমি আঁধার চাইলে
আমি জ্যোৎস্না হলাম,
তুমি দুঃখ চাইলে
আমি ভালবাসলাম...!

তুমি নিঃসঙ্গ চাইলে
আমি সঙ্গী হলাম,
তুমি আমাকে চাইলে
আমি অদৃশ্য হলাম...!

০৭-০৯-২৪ইং