তুমি চাইলেই একটা দিন
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি চাইলেই একটা দিন
থেকে যেতেই পারতে,
কোনো কারণ ছাড়াই
কোনো উদ্দেশ্য ছাড়াই,
শুধু আমার জন্য একদিন
থেকে যেতেই পারতে...!

বলো তুমি কী পারতে না!
কোনো হিসাব নিকাশ ছাড়াই,
শুধু একটা দিন থেকে যেতে
তুমি পারতে কিন্তু তোমার
ইচ্ছার বড্ড অভাব ছিল,
তাই তোমায় জোর করিনি
তুমি চাইলেই একটা দিন
থেকে যেতেই পারতে...!

১২-০৫-২৪ইং