তুমি বন্ধু তুমি ভাই
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি বন্ধু তুমি ভাই,
স্নেহ সব দিতে চাই,
তোমা জন্য আছে ভালোবাসার সাগর,
তোমার সাথেই কুস্তি,
তবেই পাই যে স্বস্তি,
তুমি আমার প্রথম ও শ্রেষ্ঠ আদর ।
তুমি যে চলার সাথী,
তোমা জন্য মাল্য গাঁথি,
সার্থক হলো তোমায় ভাই বলে ডেকে,
দুজন মিলে প্রভাতে,
পা ফেলিবো এক সাথে,
রংধনু দেখবো গোধূলির আবির মেখে ।
ছোট্ট ভাই টি আমার,
দুষ্টুমি করে আবার,
মাঝে মাঝে খেলনার জন্য ধরে যে বায়না ,
কিনেই দিলাম গাড়ি,
ভাঙ্গলো তবে তার আড়ি
ভাইয়ের মুখ টি আমার কাছে তো আয়না ।
২৭-০৮-২৪ইং
( ভঙ্গ পয়ার 8+8+14
অক্ষর বৃত্ত মাত্রা )