তুমি আমার কলরব
মাহফুজা আক্তার এম.এ.কে

কেনো বাড়ছে মায়া
শতগুণ হয়ে তোমাতে,
কেনো এই নয়ন চাইছে
দেখতে এই চাঁদনী রাতে!

আচ্ছা তুমি কী টের পাও
কভুও আমার এই অনুভব,
শহর জুড়ে শুধুই নির্জনতা
অথচ তুমি আমার কলরব!

১৬/১২/২৪ইং