তুমি একটু কথা পাঠাও
মাহফুজা আক্তার এম.এ.কে
কতদিন হয়....
তোমাকে শুনিনা......
একটু ভয়েচ পাঠাবে....
শুধু নিঃশ্বাসের শব্দ হলেও হবে....
কতদিন হয়....
তোমায় শুনিনা...
তুমি একটু কথা পাঠাও....
তোমার কথাকে স্পর্শ করে স্বর্গে যাই......
কতদিন হয়....
তোমায় শুনিনা...
তোমাকে একটিবার শুনার জন্য...
আমার ঘুম আসছে না...
তুমি তো সবই জানো বুঝো....
তবুও কেনো নিশ্চুপ থাকো...
আমাকে পোড়াতে বুঝি...
তোমার ভীষণ ভালো লাগে...
২৯-০৫-২৪ইং