তুমি আজ কার অনুভবে
মাহফুজা আক্তার এম.এ.কে
তোমাকে চাইলেই পাইতাম
কিন্তু তোমাকে পাওয়ার জন্য,
বিন্দুসম পরিমাণ চেষ্টা করিনি
তাই তোমাকে না পেয়েই ধন্য...!
তোমাকে যে পেতেই হবে
এই ভাবনা কভুও ছিল না,
প্রকৃতির নিয়মে তোমাকে
ভালবেসেছি এ নয় মোহনা...!
তুমি আজ কার অনুভবে
কাকেই বা অনুভবে রাখো,
তুমি না হয় অন্য আদরে
ভীষণ করে ভালো থাকো...!
০৬-০৫-২৪ইং