কম্পিত আবদার
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে শান্ত ভাবে শব্দহীনে
গাড়িয়ে পড়া জল জানে কিছু?
কিসে বহুরূপের ভুবন জয়ে
কোন পরবাসের নিয়েছে পিছু ।
মৃদু আলোর আলতো শিহরণে
সবুজের নেশা কেঁড়েছে লোচন,
হিয়া চায় বাসিন্দা হয়ে হেথায়
করি শ্যামলের ঝলক শোষণ ।
শীতলতার প্রলেপ নিশ্চুপ হয়ে
দেখে বৈচিত্র্যের আলোক ক্ষরণ,
ভেজা ওই দূরের চন্দ্রিমা নির্বাকে
কম্পিত আবদার করলো বরণ ।
১২-০১-২২ইং