জলের ছোঁয়া
মাহফুজা আক্তার এম.এ.কে

তপ্ত দুপুর প্রখর আতপে
নয়নের খিঁদে অবসান দিতে,
অবসন্নতা কে সঙ্গী করে
এসেছি জলের ছোঁয়া ধার নিতে ।

এসে দেখি আহা! জলের বক্ষে
রবির প্রলেপ জ্বলজ্বল করে,
সমীরণ হীন মৃদু উষ্ণতা
এলোমেলো হয় বারিদের তরে ।

তবু আলোড়ন তুলে গেলো জল
অজানা চেতন ছন্দের তানে,
পথ ভোলা হয়ে স্বপ্নরাজ্যে
গেলাম হারিয়ে আমর্শ টানে ।

এ রাজ্যে নেই সীমানার তার
মহাকর্ষের যোজন যোজনে,
ভারসাম্যের প্রতিবিম্বের
আগমনে জাগে আকুলতা ক্ষণে ।

এইখানে হোক বসত পল্লী
যাবো না যে ফিরে আর বিক্ষোভে  ,
ব্যস্ত নগরী হেমলকে ভরা
হেথায় থাকবো জল ছোঁয়া লোভে ।

(মাত্রাবৃত্ত ৬+৬+৬+৬)
০২-১১-২১ইং