চোখের স্পর্শ
মাহফুজা আক্তার এম.এ.কে

যেদিন তোমায় প্রথম দেখি,
ভাবনায় একটা ছবি আঁকি,
চোখের আদরে বিভর থাকি,
অজানা স্পর্শে দিবাস্বপ্ন মাখি...

রাত্রি পেরিয়ে যেমন দিন,
মিশে আছো হৃদয় গহীন,
শীত পেরিয়ে যেমন বসন্ত,
সারাবেলা ভেবে হয়না অন্ত...

অর্ধ আত্মা বানিয়েছি প্রতিক্ষণে,
বারে বারে খুজেফিরি আনমনে,
নিঃশ্বাসে বিলিন হয়েছো সেইবেলা,
একটু হয়নি আগন্তুক অবেলা...

প্রাপ্তি নাহয় থাকলো ঝরাপাতা,
বেজে উঠে ক্ষণেক্ষণে সেইকথা,
কিভাবে রয়েছো সারা ভুবনজয়ী,
প্রান্ত পথিকের একক বিজয়ী...

16*11*19