তপবনে আশ্রম
মাহফুজা আক্তার এম.এ.কে

তপবনে আশ্রম গড়ে
যতই আরাধোনা করো,
কভুও তুমি পাবে না কো
যদিও কাফনে জড়িয়ে ধরো!

দুর্গম পথে পদাতিক হয়ে
তোমাতে পাড়ি দিয়েছিলাম,
অন্তর্দহন বুঝেও তুমি নিরব
তাই গোরস্থানে আসন নিলাম!

০৪-০৮-২৪ইং