তোমায় ভীষণ অনুভব করি
মাহফুজা আক্তার এম.এ.কে

রোজ আকাশ পানে তাকিয়ে
তোমায় ভীষণ অনুভব করি,
তুমি কী তা একটুও টের পাও
নাকি আমি শুধু ভাবনা গড়ি..!

রোজ সকাল ও সন্ধ্যা বেলা
তোমার সাধনায় রাজ্য গড়ি,
তুমি কী তা বুঝতে পারো
নাকি আমি একাই ডুবে মরি..!

রোজ যখন অমানিশা নামে
বাড়ে হৃদস্পন্দন শতগুন,
তুমি কী তা শুনতে পাও
নাকি প্রতিক্ষায় হবে মরণ..!

০১-০৫-২৪ইং