তোমায় অদৃশ্যে রেখে দিলাম
মাহফুজা আক্তার এম.এ.কে
এইবার না হয় সংকোচ ছাড়াই
তোমায় বলেই দিলাম ভালোবাসি,
তুমি প্রতি উত্তর কী দিবে
তা না জেনেই হলাম পরবাসী...!
হয়তো এই সময় চলে যাবে
অনুভূতি নতুন রূপে বদলে যাবে,
চাইলেও সব পাওয়া যাবে না
তবুও তোমাতে প্রণয় রয়েই যাবে...!
মস্তিষ্কের অদৃশ্য এক কোণে
তোমায় অদৃশ্যে রেখে দিলাম ,
আর কল্পরাজ্যের বিশাল সাম্রাজ্যে
তোমায় শাশ্বত করে নিলাম...!
২৪-০৬-২৪ইং