তোমাতে মগ্ন থাকি
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি যাদি চাও আড়ি দিবো সব
ভেঙ্গে দিবো জামানো কলরব,
নিশ্চুপে গড়ে তুলবো অভিসার
হয়ে যাবো দুজন শুধুই দুজনার !

আনমনায় তোমাতে মগ্ন থাকি,
আর নিভৃতে প্রতি শ্বাসে ডাকি,
তোমাকে চাই অন্য কিছু বুঝিনা
অনুভবে তুমি ছাড়া ভিন্নমত খুঁজিনা!

২৯-১০-২২ইং