তোমার শূন্যতা
মাহফুজা আক্তার এম.এ.কে
আমি তোমায় বোঝাতে পারি না
তোমার শূন্যতা কিভাবে পোড়ায়,
আমি তো পারি না তোমার শূন্যতা
অন্য কাউকে দিয়ে পুরণ করতে...!
তুমি কেমন করে বুঝবে আমায়
তুমি তো অন্য ঠিকানায় দিব্যি আছো,
তোমার প্রহর কাটে নবীন বিলাসে
আমার প্রহর কাটে শূন্যতার অনুভবে...!
তোমার শূন্যতায় এতো মগ্ন যে
ভুলে যাই দিবা নিশির ঘূর্ণায়ণ,
কিভাবে বছর পেরিয়ে বছর হয়
তোমার অজানা তবুও খুঁজলে না...!
০৯-০৬-২৪ইং