তোমার পদচারণ
মাহফুজা আক্তার এম.এ.কে
যে পথে তোমার পদচারণ
সে পথে আমার বিচরণ,
তুমি কেনো চলে যাও
নয়নের নিধি মাড়িয়ে,
আমি ধ্রুপদী ডেকে যাই
তোমার মায়ায় জড়িয়ে!
তুমি থেকো হিম পবনের
প্রগাঢ় উষ্ণ শিহরণ হয়ে,
তোমায় যত্নে রেখে দিবো
হিয়ার গহীনে বিক্ষত সয়ে,
যদি কভুও বিয়োজন চাও
এই মহাবিশ্বে নির্লিপ্ত হবো,
প্লাবিত হবে নীল সমুদ্র
অত:পর চির বিদায় নিবো !
১৬/১০/২৫ইং