তোমার অভাবে
মাহফুজা আক্তার এম.এ.কে

প্রতি মুহুর্ত জানে কিভাবে
তোমার অভাবে কাটে প্রহর,
আর কেমন করে শ্বাসরূদ্ধে বাঁচি
আর এই ভুবন জানে স্তব্ধ কণ্ঠস্বর...!

তোমার জন্য আজ অনুভূতিরা
নিশ্চল হয়ে সাগর তীরে নিশ্চুপ,
কেমন করে বার্তা পাঠাই তোমায়
তুমি তো এখন মগ্ন সাজিয়ে নবরূপ...!

তোমার শূন্যতার অনুধাবনে
সমস্ত দিন নির্বাসনে কেটে যায়,
তবুও তোমাকে ভাবনায় খুঁজি
আর নিভৃতে বিষাদ জেগে যায়...!

১৯-০৬-২৪ইং