তোমার নিরবতা
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমার শব্দরা আমায়
ততটা আহত করে না,
যতটা আহত করে
তোমার ওই নিরবতা!

তুমি এ কেমন শঙ্কা
আমায় দিলে উপহার,
আমি বাকরুদ্ধ হলাম
সয়ে তোমার নিরবতা!

১৭/০১/২৫ইং