তোমার মায়াতে মুগ্ধ
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি এসে এই ধরণীতে
জড়ালে অভিনব  মায়ায়,
তোমার মায়াতে মুগ্ধ হয়ে
প্রহর কাটলো মুখরতায়..!

তোমাতে হিয়া ভাসে সুরে
তুমি সেই স্নেহময় সোহাগ,
অসীম সীমায় তোমাতে
অবিরত জাগে অনুরাগ..!

০৬-০৩-২৪ইং