তোমার কথা শোনার জন্য
মাহফুজা আক্তার এম.এ.কে

আমার কেমন যেনো লাগছে
নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে,
ঠিক বলে বোঝাতে পারবো না
অন্য রকম অনুভূতি হচ্ছে..!

শুধু তোমার জন্য এমন হচ্ছে
হয়তো তোমাকে দেখার জন্য,
হৃদপিণ্ডে আন্দোলন চলছে
তোমার কথা শোনার জন্য..!

১৮-০৫-২৪ইং