তোমার গর্জনে মিশে যাবো
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি বরং বই হয়ে যাও
সব সময় পাশে থাকবে,
কখনো অভিমান হবে না
আন্ত:যোগাযোগ থাকবে...!

তুমি বরং সমুদ্র হয়ে যাও
তোমার পাশে বসে থাকবো,
ক্লান্ত প্রহর তোমাতে কাটাবো
তোমার গর্জনে মিশে যাবো...!

তুমি বরং ওই মেঘ হয়ে যাও
তোমার বুকে বৃষ্টি হয়ে থাকবো,
তুমি বরং ওই পাহাড় হয়ে যাও
আমি পাহাড়ের বৃষ্টি হয়ে ঝরবো...!

২৯-০৫-২৪ইং