তোমার অধরে কথার ছোঁয়া
মাহফুজা আক্তার এম.এ.কে
আজ কাল তোমায় একটু
বেশি বেশিই ভাবা হচ্ছে,
তোমার জন্য মায়া বাড়ছে
বার বার দেখতে ইচ্ছা হচ্ছে..!
অবিরত তোমাকে শুনতে মন চায়
তোমায় পাশে রাখতে ইচ্ছা হচ্ছে,
তোমার হাত ধরে তমসাময় রাতে
নিশাচর হতে ভীষণ বাসনা হচ্ছে..!
তুমি কথার ফুলঝুড়ি ছড়ালে
অপলকে তাকাতে ইচ্ছা জাগে,
তোমার অধরে কথার ছোঁয়া
দেখিনি কভু কোনো জনম আগে..!
তুমি কী এই ব্যাকুলতা টের পাও
কেমন করে হিয়াতে হচ্ছে দহন,
নাকি একপাক্ষিক চিরন্তন কিছু
নির্মমভাবে আমায় করছে দমন..!
০১-০৫-২৪ইং