তোমাকে শুনছে ইচ্ছা জাগছে
মাহফুজা আক্তার এম.এ.কে

আমার জ্বর জ্বর লাগছে
হাত পা কেমন যেনো কাঁপছে,
বুকের ভিতর ধড়পড় করছে
হৃদস্পন্দন বেগতিক বাড়ছে!

এমন কেনো করছে বলতো
তোমাকে শুনতে ইচ্ছা জাগছে,
তোমাকে এক পলক দেখতেই
বিবর হিয়ায় জলছবি ভাসছে!

আচ্ছা বলতো তুমি কী বোঝ না
কখনো অজান্তে ও কী ভাবো না,
না কী নিশ্চুপে আলোড়ন কে
গোপন করে আমায় ডাক না!

২৩-০৪-২৪ইং