তোমাকে শুধু ভালবাসতে দিও
মাহফুজা আক্তার এম.এ.কে
আমি তো বলিনি তোমায়
আমাকে ভালবাসতেই হবে,
ভালবাসার যে বিষম যন্ত্রণা
সেটা তুমি কভু অনুভব করো...!
আমি তো শুধু তোমায় বলেছি
আমার নয়নের সামনে থাকো...!
আমি যেনো তোমায় সারাবেলা
পলক হীন ভাবে দেখতে পারি...!
তোমাকে শুধু ভালবাসতে দিও
তোমাকে পরিভ্রমণ করতে দিও,
তোমার ওই স্নিগ্ধ ঠোঁটের হাসি
আমায় আরাধোনা করতে দিও...!
০৮-০৬-২৪ইং