তোমাকে কেন্দ্র করে
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমাকে কেন্দ্র করেই হোক
আমার আসা যাওয়া পথ,
তোমার জন্যই বিশ্ব জয়ে
নিয়েছি স্বেচ্ছায় আমার রথ...!

তুমি আমার উদ্দীপনা হয়ে
থেকে যাও অনাদিকাল পর্যন্ত,
আমি সারা বিশ্ব পরিভ্রমণ করে
ঠিক তোমাতে খুঁজে নিবো অন্ত...!

২২-০৫-২৪ইং