তীর্যক রশ্নিতে অনুরাগ
মাহফুজা আক্তার এম.এ.কে
অভিমান জমে জমে
বরফের স্তুপ গড়ুক,
তবুও তীর্যক রশ্নিতে
অনুরাগ না পড়ুক...!
অভিমান জমে জমে
পাথরের স্তুপ গড়ুক,
তবুও কুহক মায়ায়
করুণ দৃষ্টি না পড়ুক...!
অভিমান জমে জমে
দ্বীপে মহাদেশ গড়ুক,
তবুও হিয়ার তেপান্তরে
অদৃশ্য ছায়া না পড়ুক...!
০৫-০৯-২৪ইং