দৃষ্টির পিয়াসা
মাহফুজা আক্তার এম.এ.কে

সে বাতায়ন খুলে বসে আছে
উড়ার মতো যদি সাহস পেতো,
তাহলে বুঝি সে এক পলকেই
ওই আকাশের বুকে চলে যেতো ।

আসতো না আর কভু ফিরে
বন্দি খাঁচার আদর পেতে,
জড়সড় হয়ে একান্তে ভাবে
সবার মতো সেও চায় উড়ে যেতে ।

আহা! কী বিবর্ণ তার দিবানিশি
কেউ আসে না তা রঙ্গিন করতে,
সবাই চায় তাকে বদ্ধ ফ্রেমে রাখতে
আমরণ তাদের দৃষ্টির পিয়াসা গড়তে ।

২০-১২-২১ইং