ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞ
মাহফুজা আক্তার এম.এ.কে

ফিলিস্তিনের দুঃখ শেষ হবে কবে?
আর কত শত প্রাণের বলিদান হবে!
আর কত ধ্বংসযজ্ঞ চেয়ে দেখতে
নিথর হয়ে এই মুসলিম বিশ্ব রবে!

জেগে ওঠো ওহে মুসলিম বিশ্ব
বিনাশ করো অত্যাচারীদেরকে,
বিশ্ব মুসলিম জেগে উঠলে কেউ
পারবে না থামাতে তোমাদেরকে!

প্রভু ফিলিস্তিনবাসীকে রক্ষা করো
বিশ্ব মুসলিমকে বিবেক দান করো,
নিষ্পাপ শিশুদের কান্নার আর্তনাদ
কবুল করে ফিলিস্তিনকে রক্ষা করো!

০৭-০৪-২৫ইং