সেই কথা
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি মোর নিশি ঘোর
কোথা পাই মেঘে ঠাঁই
সেই কথা জানো,
আধো আলো শিখা জ্বালো
লাগে বেশ থাকে রেষ
রূপকথা মানো ।

গাঁথো লতা লয়ে কথা
আঁখি শোভে নিদ লোভে
নিদ নাহি আসে,
ঊষা ফোটে রবি ওঠে
নীল নদে প্রতি পদে
তরী নাহি ভাসে ।

(অক্ষরবৃত্ত ৮৮৬)
০৫-১০-২১ইং