পুরোনো সেই বিখ্যাত মুখ
মাহফুজা আক্তার এম.এ.কে
পুরোনো সেই বিখ্যাত মুখ
যা সর্বদা নতুন রূপে থাকে,
যা স্বরণ করে দুরন্ত নাবিক
উত্তাল সমুদের স্বাদ মাখে !
সেই মুখের প্রতিচ্ছবি সদা
নাবিকের মনে চেতনা আনে,
গগণের মতো একাকী নিভৃতে
ছুটে সেই মুখের জয়ের পানে !
এই ভরা জোয়ার প্রতিকূলতা
নাবিক কে পারে না থামাতে,
তাইতো সে চিত্তের তাড়নায়
পাড়ি জমায় দিগন্তের সাথে !
০৭-০১-২৪ইং