সেই রক্তাক্ত চোখ
মাহফুজা আক্তার এম.এ.কে

এই নাগরিক জীবন
কত ভাবে ছন্নছাড়া,
সেই রক্তাক্ত চোখ
অপেক্ষায় দিশেহারা ।

তবুও যান্ত্রিক কোলাহল
ঠেলে দেয় নশ্বরের দিকে,
মুঠো ভর্তি স্বপ্ন মেলা
অপ্রাপ্তিতে হয় ফিকে ।

০৪-১১-২১ইং