ভয়ংকর একা
মাহফুজা আক্তার এম.এ.কে
এ যেনো ভয়ংকর একা
যে প্রকৃতি ছাড়া সঙ্গী নাই,
বই ছাড়া কোনো বন্ধু নাই
চাঁদ ছাড়া কোনো উপমা নাই!
এ যেনো নির্মম রুপে একা
যে আসমান ছাড়া সদৃশ্য নাই,
প্রভু ছাড়া অন্তর্যামী নাই
সমান্তরাল রেখা কেন্দ্র নাই!
০২-০১-২৪ইং