নিস্তব্ধতার ইঙ্গিত
মাহফুজা আক্তার এম.এ.কে
যদি আমার নিস্তব্ধতার ইঙ্গিতে
এই প্রণয় তব বোঝাতে না পারি,
তবে আমায় ভুল বোঝো না কো
আমি অবুঝ বোঝাতে তীক্ষ্ণ পারি।
বক্ষে থাকে সব পাথরের ওজন
বোলে থাকে অক্ষমতার ভাষা,
তাই কাউকে আর নিজের কাছে
হয় না একটু মানিয়ে নিয়ে আসা।
নেত্র কোণে থাকে আগুনের তাপ
অন্তরপুরে থাকে গাঢ় ব্যাকুলতা,
বলতে চেয়ে বোলের সমুদয় বুলি
ফিরে আসি নিরুপায়ে সয়ে ব্যাথা।
১২-০১-২২ইং