অপার্থিব ভুবন
মাহফুজা আক্তার এম.এ.কে
একদিন ভোরের ট্রেনে
বেরিয়ে পড়বো অজানায়,
না থকবে স্টেশন বা গন্তব্য
সিক্ত হবো অসীম সীমায়...!
সতৃষ্ণ নয়নে প্রকৃতিতে
সেই দিন আরোহী হবো,
আর অমৃতের নেশায়
উন্মাদ হয়ে ডুবে রবো...!
নৈসর্গিক সৌন্দর্যের রূপে
আসক্ত হয়ে মিশে যাবো,
ফেরার চেতনা বিন্দু রবে না
আর অপার্থিব ভুবনে হারাবো...!
২১-০৩-২৪ইং