সুধা বিলানোর পর
মাহফুজা আক্তার এম.এ.কে

তবুও ডেকো  শুধু এক বার
সবাইকে সুধা বিলানোর পর,
আমি না হয় শেষ যাত্রার
পথিক হয়ে বাঁধবো ঘর...!

তবুও এক প্রহর দিও
শেষ বিকালের অস্তরাগকে,
আমি না হয় বিলিন হবো
আবিরের অদৃশ্য স্পর্শ মেখে...!

তবুও ডেকো বিষাদ দিতে
যার গহনে ডুবে মরবো,
আর আকাশের বুক থেকে
আক্ষেপে বৃষ্টি হয়ে ঝরবো...!

১১-০৬-২৪ইং