বিলাপের গল্প
মাহফুজা আক্তার এম.এ.কে
ভালোবাসি না বলেই
তোমাকে তো চাই,
ভালোবাসলে কভুও
তোমাকে চাইতাম না...!
তুমি না হয় দুরত্ব গড়ে দাও,
আমি না হয় দূর থেকে
সেই শুধু তোমাকেই
অবিরত চাইতে থাকিব...!
অসচ্ছ ওই কাঁচের দেয়ালে
লেখা থাকুক বিলাপের গল্প,
আর পরিচিত প্রিয়জন হয়ে
বিদীর্ণ পথে ঘ্রাণ দিও অল্প!
১৩-০১-২৪ইং