পাথর
মাহফুজা আক্তার এম.এ.কে
একদিন আমি পাথর হবো
কেউ আমাকে মানবীয় বলে গণ্য করবে না,
সেই দিনের জন্য অবশ্যই আশা করি
তারা আরাধনা করবে আমার উত্তম অনুমোদন!
সেইদিন মানুষ আসবে
আঘাত করতে কিন্তু আনন্দহীন হবে,
পাথরের তখন কোনো ধীশক্তি রবে না
তারা ফেরত যাবে নির্বাকের রাজত্ব সাথে!
কঠিনতার পতাকা উড়বে
যেকেউ ইহা আটক করতে চেষ্টা করবে,
কিন্তু সেদিন কৃপাময়ের রাজ্য
হিমায়িত হয়ে চির বিদায় নিবে!
ইংরেজিতে লেখা
২৩-০৭-২০ইং
বাংলা অনুবাদ
২৩-০২-২৪ইং
Stone